ত্রিপুরায় ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দল ত্রিপরা মোথা’র প্রধান নেতা প্রদ্যোত কিশোর বাংলাদেশকে ভাঙার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে ভাঙার ক্ষমতা ভারতের আছে।’
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দলটির নেতাকর্মী ও সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগে একটি মিছিল করে। এরপর প্রদ্যোত কিশোর তার বক্তব্যে ওই কথা বলেন।
ওই নেতা বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের এই সক্ষমতা আছেও। এর পাশাপাশি তিনি দাবি করেন; যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না।
প্রদ্যোত কিশোর বলেন, ‘আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে। আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়। এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেনো বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে।’
বিজেপির মিত্র দলের এই নেতা বলেন, ‘ভারত চুপ ছিলো কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না।’
তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত। কিন্তু এখন সেই অবস্থা নেই। সূত্র: মাইইন্ডিয়া