ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গত ৬ মার্চ রবিবার থেকে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ৮ মার্চ অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।
আন্দোলনরত শিক্ষার্থী মো. কাউসার মাহমুদ জানান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, ততদিন এ আন্দোলন চলমান থাকবে। শুধু আশ্বাসের বাণী দিলেই হবে না, আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা জানান, গেল পাঁচ আগস্টের পর থেকেই এ দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা, এমনকি বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করেছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর দাবি বাস্তবায়নে কোনো ভূমিকা পালন করেননি। এ আন্দোলনে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান শাকিল, মো. মইন বিন মোয়াজ্জেম, মো. তামিম ইকবাল, মো. শাহাদাত হোসেনসহ সকল সেমিস্টারের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
এ ব্যাপারে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন তার এখতিয়ার বহির্ভূত। এই সিদ্ধান্তটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত।