পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোহাগ। গতকাল দুপুর দেড়টার দিকে তার অধীনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের চলমান কাজের তথ্য চাইলে তিনি ওই হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের একটি অডিও ফাঁস হলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ওই অডিওতে তিনি বলেন, সাংবাদিকের পরিচয় জানার পর, “আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইটে গেলি ক্যা? কিসের জন্য যাবি? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন? আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে? সাইটে খোঁট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। খোঁট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি ছড়াও? তুই সাংবাদিক, অন্য কাজ কর। সাইটে গেলে তোকে কী করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা, তুই থাক, আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব।” — বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি আমাকে ওই হুমকি প্রদান করেন। এছাড়াও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযুক্ত সোহাগ বলেন, ওই বক্তব্য আমার না। আমার মোবাইল থেকে অন্য কেউ কথা বলেছে। অথচ ওই নাম্বার থেকে তিনি সাংবাদিকের কাছে একাধিকবার ফোন করে ক্ষমা চেয়েছেন।
অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা দিতে বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে
0k7zup