২০ এপ্রিল রবিবার অপরাহ্নে, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জেসিডি প্রাইভেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সদর দপ্তর, রমনা, ঢাকার প্রাঙ্গণে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী গোলাম রহমান রাজীব।
বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদ, কেএম আসাদুজ্জামান, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী রিয়াজউদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এটিএম তানভীর-উল-হাসান তমাল, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী মোতাহার হোসেন, প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল এবং প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বলসহ অন্যান্যরা।
বক্তারা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।
সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।