টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মেসার্স তিরছা ব্রিকস (এম.টি.বি) ফিল্ডে বিনিয়োগকারীদের অর্থ ফেরত ও প্রতারণার অভিযোগে ভাটা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে তিরছা ব্রিকসের সামনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এতে ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিরছা ব্রিকসের মালিকরা অগ্রিম টাকা নিয়ে সময়মতো ইট সরবরাহ করেননি। প্রতিশ্রুত পণ্য না দিয়ে বছরের পর বছর কালক্ষেপণ করে যাচ্ছেন। অর্থ ফেরতের জন্য বারবার ধর্ণা দিয়েও কোনো সুরাহা মিলছে না। বক্তারা আরও অভিযোগ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠানটির মালিক মো. নজরুল ইসলাম উধাও হয়ে গেছেন। এটি একটি পরিকল্পিত প্রতারণা বলে তারা দাবি করেন।
ভুক্তভোগীরা বলেন, টাকা ফেরত চাইলে এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই প্রতারণার ফলে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। বক্তারা প্রশাসনের কাছে তিরছা ব্রিকসের মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বারী, মো. আমিনুল রহমান, ফজলুল হক, শাহজাহান মিয়া, মো. রজব আলী, মোছা. আলো বেগম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মো. আনিসুর রহমান (শাহিন), মো. মোকলেছুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. শুভ সরকার, মো. খোকন, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান, মো. বিপ্লব, টিটু, সবুজসহ ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য সদস্যরা।