এলজিইডি সুত্রে জানা যায় গত ৯/০৩/২০২৫ এলজিইডির প্রধান প্রকৌশলী(চলতি) দায়িত্ব সাক্ষরিত স্হানীয় সরকার বিভাগের সচিব বরাবর জ্যেষ্ঠতা অনুযায়ী এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ৬ (ছয়)টি শূন্য পদে চলতি দায়িত্বের মাধ্যমে পূরণ করার জন্য একটি সুপারিশ প্রেরণ করেন।এতে উল্লেখ করা হয়, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ৩য় গ্রেডের ১২(বারো)টি এবং প্রকল্পে ডেপুটেশনে ৩টি (প্রকল্প পরিচালক SupRB)অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অডিট) -SupRB) ও CRIMP এর আওতায় পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী), Crelic সহ মোট ১৫ (পনেরো)টি পদ আছে। উক্ত ১৫ (পনেরো)টি অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদের মধ্যে ছয়টি পদ অবসর/ পদোন্নতি জনিত কারণে শূন্য হয়েছে /হবে। পদ পূরণের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত পদসমূহ শূন্য রাখা জনস্বার্থে সমীচীন নয়, বিধায় চলতি দায়িত্ব প্রদানের প্রস্তাব করা হলো।
এই ৬(ছয়)টি শুন্য পদে আবুল কালাম মোঃইসমত কিবরিয়ার নাম আসাতে এলজিইডিতে নিরেপক্ষ প্রকৌশলীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বিগত আওয়ামী সরকারের সময়ে পতিত সরকারের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী মীর্জা আজমের ঘনিষ্ঠ সহচর ও ঠিকাদারী ব্যাবসায়ীক পার্টনার হিসেবে তিনি দাপটের সহিত ময়মনসিংহ বিভাগে বিভিন্ন প্রভাব খাটিয়ে জামালপুর,ময়মনসিংহ সহ আশপাশের জেলাগুলোর এলজিইডির অফিসিয়াল টেন্ডারের বিভিন্ন গোপন তথ্য উপাত্ত দিয়ে মীর্জা আজমকে কাজ পাইয়ে দিতে সহযোগীতা করতেন বলে এলজিইডির নাম প্রকাশে একাধিক প্রকৌশলী বাংলাদেশ সময়কে জানান। তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ এলজিইডি শাখার নির্বাহী কমিটির ১৪ নং সদস্য। উল্লেখ্য অতীতে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ এলজিইডি শাখার ২(দুই) সদস্য প্রকৌশলী জসিম উদ্দিন ও প্রকৌশলী সেলিম মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কারনে আওয়ামীপণ্থী দোসর হিসেবে তাঁদেরকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়নি স্হানীয় সরকার মন্ত্রনালয়।এলজিইডির বঞ্চিত ও আওয়ামীপণ্থী প্রকৌশলীদের দ্বারা নির্যাতিত অধিকাংশ প্রকৌশলী আবুল কালাম মোঃ ইসমত কিবরিয়াকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( চলতি দায়িত্ব) না দেয়ার পক্ষে বাংলাদেশ সময়ের মাধ্যমে জোর অনুরোধ জানান।উল্লেখ্য তার গ্রামের বাড়ী জামালপুর জেলায়।বিশ্বস্তসূত্রে আরো জানা যায় ময়মনসিংহ শহর,ত্রিশাল উপজেলায় এবং জামালপুর শহরে,নান্দিনাতে তার নামে -বেনামে বাড়ী ও জমিজমা আছে।
এই বিষয়ে বক্তব্য নেয়ার জন্য আবুল কালাম মোঃ ইসমত কিবরিয়ার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি