ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ৭:৩০ থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত আইইবি নতুন ভবনের সম্মুখস্হ খোলা জায়গায় বাংলা বর্ষবরণ ১৪৩২ পহেলা বৈশাখ অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর সম্মানিত প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু।
উক্ত আয়োজনে আইইবি সদর দপ্তরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবি কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থা সমূহের প্রায় ৫০০ প্রকৌশলী সপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
গানে আনন্দে সাংস্কৃতিক বিভিন্ন পর্বে (গান, নৃত্য, জাদু ও আবৃত্তি) অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী কনা’র পরিবেশনায় গান পরিবেশিত হয়। বৈশাখের আবহমান চিরায়ত ধারায় আইইবি ঢাকা কেন্দ্রের বাংলা বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠান জাঁকজমক ও সুশৃংখলভাবে উদযাপিত হয়।
78ubk9