জার্মানির স্যাক্সনি-আনহল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গে একটি ক্রিসমাস মার্কেটে গাড়িচাপার ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ হামলার ঘটনায় অভিযুক্ত সৌদি আরবের নাগরিক, যিনি প্রায় দুই দশক ধরে জার্মানিতে বসবাস করছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ম্যাগডেবার্গের ব্যস্ত ক্রিসমাস মার্কেটে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন হামলাকারী। এতে অনেকেই চাপা পড়েন। নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশুও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
রাজ্যের প্রশাসনিক প্রধান রেইনার হ্যাসেলফ বলেন, “এটি ম্যাগডেবার্গ, রাজ্য এবং পুরো জার্মানির জন্য একটি বড় বিপর্যয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকের অবস্থা আশঙ্কাজনক।”
তিনি আরও জানান, হামলার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, হামলাকারী ৫০ বছর বয়সী একজন ডাক্তার এবং তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।
ঘটনার পর পুলিশ ওই এলাকায় বিস্ফোরক ডিভাইস খুঁজতে অভিযান চালায়, কিন্তু কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। স্যাক্সনি-আনহল্ট রাজ্যের পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, শহরে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।
এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এক টুইট পোস্টে এ ঘটনার নিন্দা করে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়েছেন।