ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার (১৫ ফেব্রুয়ারি) আরও তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছেন, ইয়ার হর্ন, সাগি ডেকেল-চেন এবং আলেকজান্ডার ট্রুফানোভ।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুক্তি যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, মুক্তিপ্রাপ্তরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হন।
এছাড়া, চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এদের মধ্যে ৩৩৩ জন সাধারণ বন্দী এবং ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন।
ফিলিস্তিনের প্রিজনার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া চলছে, যাদের অধিকাংশই ইসরায়েলি বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে আটক ছিলেন।
এদিকে, ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করার পর জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এসব ধ্বংসস্তূপ সরাতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকার বেশি) ব্যয় হতে পারে।
গাজাভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা ‘পাগলামির’ পর্যায়ে পৌঁছেছে এবং গাজার অনেক জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে।