ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, ট্রাম্প শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সব ইসরায়েলি জিম্মি মুক্তি না পেলে যুদ্ধবিরতি বাতিল করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “আমি বলব- যুদ্ধবিরতি বাতিল করুন। তাহলে সব বাজি শেষ হয়ে যাবে এবং সেখানে নরক শুরু হোক।”
ওভাল অফিসে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয়, আমি মনে করি এটি উপযুক্ত সময়। আমি বলব, এটি বাতিল করুন, সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক।”
এ সময় তিনি আরও বলেন, “শনিবার দুপুর ১২টার পর একটি ভিন্ন খেলা হতে চলেছে। আমরা দেখব কী হয়।”
এদিকে, গাজা উপত্যকায় হামাস জানিয়েছে যে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী তাদের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকাল’ জন্য স্থগিত করেছে। হামাসের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে জানান, গত তিন সপ্তাহে হামাসের প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে চুক্তির শর্ত পালনে ব্যর্থ দেখেছে।
তিনি আরও বলেন, “ইসরায়েল চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে নেওয়ায় দেরি করা, গোলাবর্ষণ এবং গুলি চালানো। এছাড়া, গাজার জন্য মানবিক সাহায্য পাঠানোর শর্তও তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে।”
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যতদিন না দখলদার ইসরায়েল চুক্তির শর্ত পূর্ণভাবে মেনে চলে, ততদিন হামাস এই প্রতিশ্রুতি রক্ষা করতে প্রস্তুত থাকবে।
এদিকে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির পরবর্তী ঘোষণা না আসলে যুদ্ধবিরতি আরও কঠিন হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।