ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস এলাকায় চলাচলকারী রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা ও অটোর ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের কে আর, মার্কেট হতে প্রশাসনিক ভবন, টিএসসি, হেলথ কেয়ার সেন্টার, করিম ভবন, ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, শহীদ নাজমুল আহসান হল, আশরাফুল হক হল, শহীদ শামসুল হক হল, কৃষি সম্প্রসারণ ভবন পর্যন্ত রিকশায় ভাড়া ১০ টাকা ও অটোতে ভাড়া ৫ টাকা, কে আর মার্কেট হতে শাহজালাল হল রিকশায় ভাড়া ১৫ টাকা এবং কে আর মার্কেট থেকে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশার ভাড়া ২০ টাকা। করিম ভবন হতে শহীদ জামাল হোসেন হল, শাহজালাল হল, শহীদ শামসুল হক হল, আশরাফুল হক হল, শহীদ নাজমুল আহসান হল পর্যন্ত রিকশা ভাড়া ১০ টাকা, করিম ভবন হতে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল রিকশায় ভাড়া ২০ টাকা।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ‘জব্বারের মোড় থেকে ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, টি.এস.সি, প্রশাসনিক ভবন, সুলতানা রাজিয়া হল, তাপসী রাবেয়া হল, জুলাই ৩৬ হল, কৃষিকন্যা হল, বেগম রোকেয়া হল, কে আর মার্কেট, করিম ভবন, শহীদ নাজমুল আহসান হল, শহীদ শামসুল হক হল, শাহজালাল হল, আশরাফুল হক হল পর্যন্ত অটোতে ভাড়া ৫ টাকা, রিকশায় ভাড়া ১০ টাকা, জব্বারের মোড় থেকে ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, শেষ মোড়, এগ্রোনমী ফিল্ড/ফার্ম, হর্টিকালচার ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং জব্বারের মোড় থেকে ডেয়রি ফার্ম ও পোল্ট্রি ফার্ম পর্যন্ত রিকশায় ভাড়া ২০ টাকা। টিএসসি/প্রশাসনিক ভবন সম্মুখ হতে করিম ভবন, ফজলুল হক হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল পর্যন্ত রিকশায় ভাড়া ১০ টাকা এবং শেষ মোড় পর্যন্ত রিকশায় ভাড়া ১৫ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে’।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, এমন উদ্দ্যোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত করতে সহায়ক হবে। তবে এ ভাড়া ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা বা অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা তাও নজরে রাখা দরকার।’
এ বিষয়ে সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, রিকশা এবং অটো ভাড়া নিয়ে শিক্ষার্থী এবং চালকদের মধ্যে প্রচুর বাগবিতন্ডা হয়ে থাকে, ভাড়া নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হয়েছে। অনেক সময় ১০ টাকার ভাড়া ১৫-২০ টাকা চেয়ে থাকে রিকশা ও অটোচালকরা। এসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থী ও রিকশাচালক মালিক সমিতির সাথে আলোচনা করে এই ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের বলবো অটো বা রিকশায় উঠার আগে ভাড়া জেনে উঠা উচিত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিকূলতায় এই ভাড়ার তারতম্য হতে পারে।