রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কলেজের ৭জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সংঘর্ষের সময় আহত এক শিক্ষার্থী জানান, তিনি তার বন্ধুসহ টেস্ট পরীক্ষা দিতে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০-৪০ জন শিক্ষার্থী তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার সময় তারা রড, কাঁচের বোতল এবং স্টিলের স্কেল ব্যবহার করে। এর ফলে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তার বন্ধুও আহত হন।
সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্র মতে, এ ঘটনায় ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিটি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিক্ষার্থীদের পক্ষে তারা জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং এই বিষয়ে আগামী রোববার দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে, পরে সংবাদ সম্মেলনও আয়োজন করা হবে।
ঢাকা কলেজের একাধিক শিক্ষকের মতে, সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালায়। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকা কলেজ কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে আটক করেছে এবং এ বিষয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়ামুল হক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুজন শিক্ষার্থীকে মারধর করেছে এবং এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে, ৫ ফেব্রুয়ারি ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ দেখা দিয়েছিল, যা পুলিশের হস্তক্ষেপে শান্ত হলেও ৯ ফেব্রুয়ারি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়। এরপর পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল।