ইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শিক্ষার্থীদের এই মিছিল শুরু হয়। মিছিলটি বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছেই। অথচ আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এই ব্যর্থতার জন্য দায়ী। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”
ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, রাজধানীসহ সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।