আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, “৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না, তেমনি আওয়ামী লীগও ফিরতে পারবে না। ছাত্র-জনতার ম্যান্ডেটেই দেশ চলবে, ক্যান্টনমেন্টের নয়। যদি ক্যান্টনমেন্ট থেকে দেশ চালানোর চেষ্টা করা হয়, তবে তার পরিণতি গণভবনের মতো হবে।”
অন্য এক বক্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, “আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারি, তবে শর্ত একটাই—আমাদের ২ হাজার শহীদ ভাইকে ফিরিয়ে দিতে হবে। আমাদের যে ভাইয়েরা পঙ্গু হয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। যাদের চোখ নষ্ট হয়েছে, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো খুনি ও ফ্যাসিস্ট বাহিনীকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবেন না। ঠিক যেভাবে দানব হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তেমনিভাবে আপনাদেরও সরিয়ে দিতে বাংলার মানুষ এক মুহূর্তও ভাববে না।”
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা “বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “সাকিব, আঞ্জুমান, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ”, “শেইম, শেইম ক্যান্টনমেন্ট” সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নওসাজ্জামান, সালাউদ্দিন আম্মার ও মাহাইর ইসলাম।