ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে এবং ভারত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এসব কথা জানান।
ভারতের হাইকমিশনার বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী। এক বা দুটি বিষয়কে কেন্দ্র করে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বাড়াতে আগ্রহী।” তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতের আগরতলা উপ-হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ রাখা হবে।
এছাড়া, ভার্মা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তা ‘দুঃখজনক’ উল্লেখ করেন এবং এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই হামলাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে জানায়।
প্রসঙ্গত, আগরতলায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকরা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে তা পোড়ায়। এই হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি পূর্বপরিকল্পিত আক্রমণ ছিল এবং কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।
এদিকে, আগরতলায় এই হামলার পর ভারতের ত্রিপুরা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং স্থানীয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।