ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ ছয় সপ্তাহের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবনার ভিত্তিতে শনিবার (০১ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মুসলমানদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসওভার উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে প্রথম দিনে মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে জীবিত ও মৃত উভয়েই থাকতে পারেন বলে জানা গেছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে, এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের কোনো সম্প্রসারণে সম্মত হবে না। এর আগে, গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।