ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক আদালতে যাওয়ার পথে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিদেশি মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আইএমএফের তাগাদা তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে বিএনপির কড়া সতর্ক বার্তা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৪ দিন পরে গ্রেফতার প্রেমিক মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস প্রমিতা দেবের মেধা ও সংগ্রামের জয়; পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ

কলকাতায় ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশ সরকারের আহ্বান

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনসহ বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল (২৮ নভেম্বর) বিকালে সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনাটি উল্লেখ করেছে। কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা আয়োজিত ওই সমাবেশ ও বিক্ষোভ থেকে একটি বড় দল সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায় এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।

বাংলাদেশ সরকার এ ঘটনাকে নিন্দা জানিয়ে জানায়, ‘‘বঙ্গীয় হিন্দু জাগরণ’’ সংগঠন কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য। যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডেপুটি হাইকমিশনের কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বাংলাদেশ সরকার এই ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য ভারত সরকারের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এছাড়া, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসহ সেসব মিশনের কূটনৈতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

জনপ্রিয় সংবাদ

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

কলকাতায় ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশ সরকারের আহ্বান

আপডেট সময় ১০:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনসহ বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল (২৮ নভেম্বর) বিকালে সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনাটি উল্লেখ করেছে। কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা আয়োজিত ওই সমাবেশ ও বিক্ষোভ থেকে একটি বড় দল সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায় এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।

বাংলাদেশ সরকার এ ঘটনাকে নিন্দা জানিয়ে জানায়, ‘‘বঙ্গীয় হিন্দু জাগরণ’’ সংগঠন কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য। যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে ডেপুটি হাইকমিশনের কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বাংলাদেশ সরকার এই ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য ভারত সরকারের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এছাড়া, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসহ সেসব মিশনের কূটনৈতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেয়।