বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ইট ভাটার মালিকবৃন্দ উপস্থিত হন। সভার পাশাপাশি আয়োজিত হয় বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত সদস্যরা একটি আনন্দঘন পরিবেশে একত্রিত হয়ে তাদের মতবিনিময় করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের সহ-সভাপতি সদরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির সভাপতি ফিরোজ হায়দার খাঁন। তিনি স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এজেন্ডা অনুযায়ী অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। মুক্ত আলোচনায় দেশের প্রায় সকল জেলা থেকে আগত মালিকগণ অংশগ্রহণ করেন।
মধ্যাহ্ন ভোজের পর রেফেল ড্র এবং বিকেলে এক ঝাঁক তারকা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক মিলন মেলার অনুষ্ঠান শেষ হয়।