নরসিংদীর পাঁচদোনায় হুমায়ুন কবির (৩৫) নামে স্থানীয় বিএনপির এক কর্মীকে গুলিকরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে সারে ১১টায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা নাগরার হাট মাছের আড়ৎ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার মৃত একরামুল হকের ছেলে।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা তার বাড়ী সংলগ্ন মসজিদের মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে হুমায়ুনের পরিচিত ২জন যুবক হুমায়ুনের সাথে গোপন কথা বলার জন্য খেলার মাঠের অদূরে মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এ সময় তন্ময় এগিয়ে গেলে তার ওপর গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারা আতংকিত হয়ে পরলে এ ফাঁকে দুর্বৃত্তরা মোটরবাইকে করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।