পিতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছেলে রাজিব। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পাঁচদোনা মোড়ে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর মারা যান। পরে পুলিশ কয়েকজন আসামি আটক করলেও এখন পর্যন্ত হত্যার মূল আসামি আটক করতে পারেনি।
এরই প্রেক্ষিতে নরসিংদী সদর উপজেলাধীন পাচঁদোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সন্ত্রাসী মোসাদ্দেক ও তার সহযোগীদের প্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নিহতের ছেলে এবং তার পরিবার।
মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মোসাদ্দেক ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র হাতে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও এলাপাথারি গুলি ছুড়ে জনমনে আতংক সৃষ্টি করে। এ সময় আলম মিয়া, শুভ, রনি এবং সৌরভ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম মিয়া গত ২৪ ডিসেম্বর মারা যান। নিহত আলম মিয়ার হত্যাকারী মোসাদ্দেক এবং লাভলুর সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে তাদের ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধনে।
অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি কালাম গাজী, সাধারণ সম্পাদক রাসেল , নিহত আলম মিয়ার ছেলে রাজিব, ভাই আনোয়ার হোসেন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।