রাজধানীর উত্তরায় এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। যেখানে দেখা যায়, দু’জন যুবক রামদা দিয়ে এক ব্যক্তিকে আক্রমণ করছে এবং তার স্ত্রী প্রাণ বাঁচাতে তার সামনে দাঁড়িয়ে আছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়।
ঘটনার সূত্রপাত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চলার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে প্রতিবাদ জানায় দম্পতি। এর পর ওই মোটরসাইকেলের দুই আরোহী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা রামদা দিয়ে পিঠে আঘাত করছে এবং স্বামীকে বাঁচাতে স্ত্রী প্রাণভিক্ষা চাইছেন।
হামলার পর স্থানীয়রা এগিয়ে এসে কিশোর গ্যাংয়ের দুই সদস্য মো. মোবারক হোসেনকে (২৫) ও রবি রায় (২২) আটক করে পুলিশে হস্তান্তর করেন।
এদিকে, হামলার শিকার ওই পুরুষ ও নারী স্বামী-স্ত্রী না হলেও, পরবর্তীতে এক নারী দাবি করেন, আহত পুরুষ তার স্বামী। তিনি জানান, তার স্বামী গোপনে অন্য একজন নারীর সাথে যোগাযোগ করতেন এবং এই ঘটনায় তার স্বামী ও অন্য নারীর মধ্যে সম্পর্কের বিষয়টি জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে, যা প্রতিবাদ জানায় দম্পতি। পরে তারা দম্পতির ওপর হামলা চালায়।
এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং হামলাকারীদের ধরে পুলিশে সোপর্দ করে।