চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা। তবে পুলিশের হস্তক্ষেপে আড়াই ঘণ্টা পর সড়কটি থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর আন্দোলনকারীরা এক দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। তাদের দাবি ছিল, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করা।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথের যানবাহনগুলো গুলিস্তান জিরো পয়েন্টের দিকে ঘুরিয়ে দেয়া হয়, যার ফলে যানবাহনের চাপ বেড়ে যায়।
পুলিশ বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে অ্যাকশন নিলে, আন্দোলনকারীদের বিরুদ্ধে জলকামান থেকে পানি ছুড়ে দেয় পুলিশ। পরে, তাদেরকে সরাতে পুলিশ পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের অভিযানে আন্দোলনকারীরা সড়ক থেকে সরিয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আজকের এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী যোগ দেন।
সরকারের কাছে তাদের দাবি হলো, আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ী করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা। আন্দোলনকারীরা মনে করেন, দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মীদের চাকরি স্থায়ী করার মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। তবে, আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হবে, ততদিন তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।