কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে মো. ইসরাইল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকালে উন্মুক্ত কাউন্সিল অধিবেশনে এ দু’টি পদে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সকালে কুরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাবেক এমপি লায়লা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল মো. গাউস, রুহুল আমিন আকিল, এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জালাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা বিএনপি’র সহ প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।
আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা জাসাসের আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক দিদারুল হক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।
সদর উপজেলার সবক’টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন।
প্রথম অধিবেশন সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।