কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় আহত হন তারা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর থেকে উপজেলার শিমূলকান্দি, মধ্যচর, গোছামারা, রসুলপুর ও পৌর শহরের চণ্ডিবের, দড়ি চণ্ডিবের, আমলাপাড়া, ভৈরবপুর এলাকায় পাগলা কুকুরে নারী শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। এদিকে দুপুর থেকে কুকুরের কামড়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছেন।
শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকার বাসিন্দা আকলিমা বেগম জানান, সন্ধ্যায় ছেলে বাড়ির পাশে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার সময় একটি কুকুর কামড় দেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনকেও কামড় দেয়।
পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, বাসা থেকে সড়কে ওঠা মাত্রই ছেলেকে কুকুর কামড় দেয়। পরে ছেলের কান্না শুনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই জানান, এখন পর্যন্ত ২৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কুকুরের কামড়ে আহত রোগীরা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্য দু’জনকে ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।