কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম শিবলীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় তাকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।”
রকিবুল ইসলাম শিবলী বাজিতপুর উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং তিনি সাবেক সংসদ সদস্য আফজালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।