কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপার ইউনিয়নের পাটুলী বালুর মাঠে বল্কহেড নৌযান মালিক সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল বল্কহেড মালিক সমিতির সভাপতি এবং বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সুকান্ত পাল, ব্যবস্থাপক, আইএফসি ব্যাংক, বাজিতপুর শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম জহির এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমিতির সমন্বয়ক মোহাম্মদ মাসুম, সিনিয়র সহ-সভাপতি মো. জামান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহিন মিয়া এবং মালিক-শ্রমিক প্রতিনিধি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নদ-নদীতে বল্কহেড চলাচলের সময় চাঁদাবাজির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি প্রশাসন ও নৌ পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং নৌযান মালিক ও শ্রমিকদের জন্য কল্যাণ কামনা করা হয়।