দেশের সর্ববৃহৎ সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’-এর কিশোরগঞ্জের বাজিতপুর আউটলেট তাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে। একইসাথে আউটলেটটি স্থান পরিবর্তন করে আরো বৃহৎ পরিসরে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার ভাগলপুরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতা কেটে নতুন আউটলেটের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) জোনাল ম্যানেজার অফ অপারেশন মো. জাহিদুল ইসলাম এবং ‘স্বপ্ন’ আউটলেট বাজিতপুরের সত্ত্বাধিকারী আবু তারেক খান নুঠন ও আবুল বাশার খান সুমন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি, ব্যবসায়ী আবু সাইদ খান কাকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নতুন আউটলেটের আনুষ্ঠানিক সূচনা করা হয় এবং কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।