কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪:৩০ মিনিটে কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন পিরিজপুর বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আসামি মো. ইমসাইল (২৮), পিতা আলাল উদ্দিন ও মাতা ফাতেমা খাতুন, সাং দশকাহনিয়া, পো. লক্ষীপুর, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। জব্দ তালিকার মাধ্যমে মাদকগুলো তাদের হেফাজতে নেয়া হয়।
এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশের এই তৎপরতাকে স্থানীয়ভাবে প্রশংসিত করা হয়েছে।