কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল-নুরমিয়ার দোকান বাজার সড়কের পাশে আতিরা ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশে নেই কোনো রেলিং। বেশিরভাগ পিলারের পলেস্তারা উঠে গেছে, বেরিয়ে গেছে রড, যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
যান চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন ৫টি গ্রামের কয়েক হাজারেরও বেশি মানুষ এবং স্কুল কলেজ পড়ুয়া শত শত কোমলমতি শিক্ষার্থীরা। তাই দ্রুত সময়ে ব্রিজটি পুনঃর্নিমাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে হোসেনপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূইয়া জানান, দীর্ঘ ১০ বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। মনে আতঙ্ক, ভয় আর ঝুঁকি নিয়েই ব্রিজের উপর দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ, অটোরিকশাসহ হালকা ও ভারি যানবাহন চলাচল করছে। ব্রিজটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এছাড়াও শামসুল আলম পারভেজ ও মোশাররফ জানান, অনেক কাঁচামাল ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সাইকেলে করে ব্রিজের উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভয়ে পারাপার হতে হচ্ছে। তাছাড়াও এই ব্রিজের উপর দিয়ে কোমলমতি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও থাকেন আতঙ্কে। তাই জনস্বার্থে এই ব্রিজটি নির্মাণ করা অতি জরুরি।
হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী ও হোসেনপুর উপজেলা জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকির বলেন, আতিরার এই ব্রিজটি অতিব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, তাই অনতিবিলম্বে এই ব্রিজটি নির্মাণ হলে ব্যবসায়ীরাসহ এলাকাবাসী যেমন লাভবান হবে, পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ কমে তারাও পাবে সুফল।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালিব মোর্শেদ জানান, ইতোমধ্যে ব্রিজটি পুনঃনির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে।