মফস্বল সাংবাদিক সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর সৈয়দপুর গ্রামের বাড়িতে আকতার সাদিক চৌধুরীকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিতে হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসী চাও ওরফে হাসান আহমদ চাওমিয়া ও আজাদের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যায়।
এদিকে জানমালের নিরাপত্তার সংশয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন হামলার শিকার ওই সাংবাদিক।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর সৈয়দপুর বাড়িতে এ ঘটনা ঘটে।
আকতার সাদিক চৌধুরী ভোরের ডাক এর দিরাই-শাল্লা সংবাদদাতা হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাকে দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশে নানান প্রলোভন দেখিয়ে আসছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়ের বিশ্বস্ত সহচর আজাদ ও চাওমিয়া। তাদের কথায় কর্ণপাত না করায় এ পর্যন্ত কয়েকবার আমাকে হত্যা চেষ্টা করে। এর আগেও আমি একটি জিডি করেছি থানায়, এটা নতুন কিছু নয়। কিন্তু ভাবার বিষয় হলো স্থানীয় পুলিশ প্রশাসনের লোকজন চাওমিয়া বাহিনীর লোকজনকে কেন গ্রেফতার করছেন না তা আমার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে এখনো সরব রয়েছে বিভিন্ন গণমাধ্যম। ঘটনার সমাধান দিতে সালিশি করতে যাওয়া তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে চাও মিয়া ও আজাদগংদের লোকজন ফিরিয়ে দেয় বলে জানা গেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক’র বৃদ্ধা মা ও তার পরিবার।
এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, থানায় একটি জিডি করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।