ছাতকে সুরমা ব্রিজের টোল প্লাজা ভাংচুর করেছে ছাত্র সমন্বয়করা। টোল না দিয়ে ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে জোরপূর্বক যেতে চাইলে তাদের বাধা দেন টোল আদায়কারী মোস্তাকিম আহমদ। এ সময় ছাত্র সমন্বয়করা আনসার সদস্য রাকিব ও টোল প্লাজার আব্দুল কুদ্দুছ সরকার নামের একজনকে লাঞ্চিত করেছে ও টোল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার আগে ছাতক সুরমা ব্রিজের টোল প্লাজায় এ ঘটনা ঘটেছে। টোল প্লাজার গ্লাস ভাংচুর করে নৈরাজ্যের সৃষ্টি করেছে তারা। টোল ছাড়া কয়েকটি মোটরসাইকেল যাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন। পরে তাদের মধ্যের একজন ১০০ টাকা টোল দিয়েছেন।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। পরবর্তীতে সমন্বয়কদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। আনসার সদস্য রাকিব জানিয়েছেন ২০/২৫টি মোটরসাইকেল যোগে প্রায় ৪০ জন লোক টোল ছাড়া ব্রিজ পাড় হতে চাইলে তাদেরকে বাঁধা দেওয়া হয়। তারা নিজেদের ছাত্র সমন্বয়ক দাবি করেছে। পরে একজন ১০০ টাকা টোল দিয়েছে। টোল দেয়ার পর তারা হামলা ও ভাংচুর করেছে।
ছাতক সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর আল জাবির জানান, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ছাত্রদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।