চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা কথা বলেছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আগেও বলেছিলেন, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আর যদি তারা আরও কিছুটা সময় চায়, তাহলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি বাস্তব ইস্যু রয়েছে—এপ্রিল থেকে কালবৈশাখী ও ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়, জুনে আবার বর্ষাকাল আসে। ফলে ওই তিন মাস নির্বাচন আয়োজনের জন্য অতটা উপযোগী নয়। সেজন্য ধারণা করা হচ্ছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।”
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, এমন প্রশ্নে প্রেস সচিব জানান, এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তিনি বলেন, “এখনও এ বিষয়ে উপদেষ্টাদের মিটিংয়ে কোনো আলোচনা হয়নি।” তবে স্থানীয় সরকার সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে।
প্রেস সচিব আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করলেও অনেক রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন করছে।
এদিকে, নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জনের কারণে তথ্য উপদেষ্টা নাইদ ইসলামের পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। বাকিটা ওনার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”