উত্তরাঞ্চলের অবহেলিত স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে নীলফামারীতে। চীনের অর্থায়নে ১০০০ শয্যার একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল নির্মাণের অংশ হিসেবে সম্ভাব্য জমি পরিদর্শনে এসেছেন রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে পরিদর্শনের সময় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় স্কুলশিক্ষক মাহবুবুর রহমান বলেন, “রোগীকে রংপুর নিয়ে যাওয়ার আগেই বাবার মৃত্যু হয়েছিল। যদি এখানে হাসপাতাল থাকত, হয়তো তিনি বেঁচে যেতেন।”
এক গৃহবধূ আয়েশা সিদ্দিকা বলেন, “আমরা ঢাকায় চিকিৎসা করাতে পারি না। এই হাসপাতাল আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে।”
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, “এই হাসপাতাল চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণার একটি আধুনিক কেন্দ্র হবে, যা রংপুর বিভাগের স্বাস্থ্যসেবা খাতে আমূল পরিবর্তন আনবে।”
জেলা প্রশাসক জানান, জমি নির্বাচন প্রায় শেষ পর্যায়ে এবং শীঘ্রই প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
বিএনপি জেলা সভাপতি আ. খ. ম আলমগীর সরকার বলেন, “স্বাস্থ্য খাত রাজনৈতিক বিষয় নয়, আমরা এই উদ্যোগের পাশে আছি।”
সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, “এই হাসপাতাল শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নেরও পথপ্রদর্শক হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারাও হাসপাতালকে কেন্দ্র করে সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করেছেন।