ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট ইউরোপের ৮ দেশের ভিসা মিলবে ঢাকায় বাণিজ্য বন্ধ করলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত: গয়েশ্বর চন্দ্র রায় দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক এমপি ও মন্ত্রীদের উপস্থিতি ২০০৭ সালের আগে জন্ম নিলে ভোটার হওয়ার আহ্বান ইসির ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ মাগুরায় থানার সামনেও দুর্ধর্ষ চুরি দুদক ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার মুরাদনগরে শ্রেণি কক্ষ না থাকায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘চাঁদাবাজি যেই করুক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’’

তিনি আরও বলেন, ‘‘ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ সদস্যরা এসেছেন, তাদের এলাকায় পরিচিত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তবে, তাদের পুরোপুরি স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতে সময় দেওয়া হবে।’’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হলেও, এর উন্নতি আরও বাড়াতে হবে।

‘‘আমরা চেষ্টা করছি যাতে ঢাকার আইনশৃঙ্খলা আরও মজবুত হয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়,’’ বলেন তিনি।

দোকানপাটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘রাস্তার সব দোকানপাট আপাতত সরিয়ে নেওয়া হবে। তবে ফুটপাতের দোকানগুলো কিছুটা সময়ের জন্য থাকলেও সেগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে জনগণের চলাচলে কোনও সমস্যা না হয়।’’

এদিকে, দেশের বিভিন্ন শহরে চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।

জনপ্রিয় সংবাদ

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দেশে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘চাঁদাবাজি যেই করুক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’’

তিনি আরও বলেন, ‘‘ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ সদস্যরা এসেছেন, তাদের এলাকায় পরিচিত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তবে, তাদের পুরোপুরি স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতে সময় দেওয়া হবে।’’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হলেও, এর উন্নতি আরও বাড়াতে হবে।

‘‘আমরা চেষ্টা করছি যাতে ঢাকার আইনশৃঙ্খলা আরও মজবুত হয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়,’’ বলেন তিনি।

দোকানপাটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘রাস্তার সব দোকানপাট আপাতত সরিয়ে নেওয়া হবে। তবে ফুটপাতের দোকানগুলো কিছুটা সময়ের জন্য থাকলেও সেগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে জনগণের চলাচলে কোনও সমস্যা না হয়।’’

এদিকে, দেশের বিভিন্ন শহরে চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।