শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকার কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে। সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেগুনবাড়িতে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, দেশে বন্যাসহ অন্যান্য কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এছাড়া ফরিয়াদের মজুতদারি এবং সিন্ডিকেটের কারণে বাজারে জনদুর্ভোগ বাড়ছে। এই সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। বিকল্প কৃষিবাজার চালু হলে কৃষক সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারবে, যা সিন্ডিকেট ভাঙতে সহায়ক হবে।
উপদেষ্টা আরও জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে টিসিবির ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যের পণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে এটি আরও বাড়ানো হতে পারে।