নির্বাচন কমিশন (ইসি) ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকদের ভোটার হওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। যেসব নাগরিকের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে, কিন্তু তারা এখনো ভোটার হননি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন জানাতে।
এর আগে, রোববার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোটার তালিকা তৈরির লক্ষ্যে যাদের এনআইডি কার্ডে ভুল তথ্য রয়েছে, তাদের সংশোধনের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তবে সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে নতুন তথ্য দ্বারা রোববারের বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়েছে।
আইন অনুযায়ী, ২ জানুয়ারি ২০২৫ তারিখে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২ মার্চ ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকার প্রক্রিয়া যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, সে জন্য ভোটারদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।