গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক, বাংলাদেশ সময় পত্রিকায় নকলা উপজেলা প্রতিনিধি হিসেবে মো. ওসমান গনি সাহেবকে নিয়োগ প্রদান করায় নকলা উপজেলার জনগণ তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই উপলক্ষে, নকলা উপজেলাবাসী দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক ও প্রকাশক, নির্বাহী সম্পাদক, উপদেষ্টামন্ডলী সহ প্রতিষ্ঠানের সকল কলাকৌশলী এবং সারা দেশব্যাপী কর্মরত সাংবাদিকদের প্রতি তাদের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন।
নকলা উপজেলার জনগণের পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশ সময় পত্রিকা নকলা উপজেলায় একজন যোগ্য প্রতিনিধি পেয়ে আনন্দিত। আমরা আশা করি, তিনি তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে সঠিক সংবাদ পরিবেশন, মানুষের অধিকার আদায়ে এবং স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”