ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি আদালতে যাওয়ার পথে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিদেশি মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আইএমএফের তাগাদা তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে বিএনপির কড়া সতর্ক বার্তা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৪ দিন পরে গ্রেফতার প্রেমিক মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস প্রমিতা দেবের মেধা ও সংগ্রামের জয়; পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ

পাচারের টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: ড. ইউনূস

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন যে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা এই চেষ্টা চালাচ্ছেন।

আজ সোমবার (০৯ ডীসেম দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের এবং ভারতের নয়াদিল্লিতে পাঁচটি মিশনের প্রধানরা অংশ নেন। এর নেতৃত্বে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই মাসে এমন একটি ইনট্যারক্টিভ আলোচনায় অংশ নিতে পেরেছি।” তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের উপর অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থপাচারের মতো বিষয়গুলো তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করার পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, “বাংলাদেশ সম্পর্কে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।” তিনি ইউরোপীয় ইউনিয়নকে এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়ে দেন যে, “যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারা পাচার হওয়া টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ক ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের পরামর্শ ও সুপারিশ দিয়েছেন। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য ভিসা সেন্টার ঢাকায় বা প্রতিবেশী দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

পাচারের টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: ড. ইউনূস

আপডেট সময় ১১:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন যে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা এই চেষ্টা চালাচ্ছেন।

আজ সোমবার (০৯ ডীসেম দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের এবং ভারতের নয়াদিল্লিতে পাঁচটি মিশনের প্রধানরা অংশ নেন। এর নেতৃত্বে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই মাসে এমন একটি ইনট্যারক্টিভ আলোচনায় অংশ নিতে পেরেছি।” তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের উপর অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থপাচারের মতো বিষয়গুলো তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করার পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, “বাংলাদেশ সম্পর্কে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।” তিনি ইউরোপীয় ইউনিয়নকে এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জানিয়ে দেন যে, “যারা দেশ থেকে পালিয়ে গেছেন, তারা পাচার হওয়া টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ক ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের পরামর্শ ও সুপারিশ দিয়েছেন। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য ভিসা সেন্টার ঢাকায় বা প্রতিবেশী দেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।