ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি আদালতে যাওয়ার পথে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিদেশি মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আইএমএফের তাগাদা তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে বিএনপির কড়া সতর্ক বার্তা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৪ দিন পরে গ্রেফতার প্রেমিক মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস প্রমিতা দেবের মেধা ও সংগ্রামের জয়; পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ

ভারতের পররাষ্ট্রসচিবকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র সচিবের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। তিনি জানান, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বাংলাদেশ সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং ভারতের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়।”

জসীম উদ্দিন আরও বলেন, “আমরা সবসময় বলেছি যে, সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।” তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ ঘটে এবং হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের কিছু সম্পর্ক রয়েছে।

পররাষ্ট্রসচিব বলেন, “আমরা কোনো অপরাধ সমর্থন করি না, তেমনি হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। আমাদের সম্পর্কের যে ভিত্তি, তার সঙ্গে সঙ্গতি রেখে এই বিষয়টি নিয়ে আমরা ভারতের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেছি।”

এছাড়া, তিনি ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধও জানিয়েছেন। “আমরা জানিয়ে দিয়েছি, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা আশা করি ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না,” বলেন মো. জসীম উদ্দিন।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশের কর্মকর্তারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা এবং অন্যান্য সমস্যার সমাধান করার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

ভারতের পররাষ্ট্রসচিবকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র সচিবের

আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। তিনি জানান, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বাংলাদেশ সর্বদা চেষ্টা করে যাচ্ছে এবং ভারতের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়।”

জসীম উদ্দিন আরও বলেন, “আমরা সবসময় বলেছি যে, সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।” তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধ ঘটে এবং হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের কিছু সম্পর্ক রয়েছে।

পররাষ্ট্রসচিব বলেন, “আমরা কোনো অপরাধ সমর্থন করি না, তেমনি হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। আমাদের সম্পর্কের যে ভিত্তি, তার সঙ্গে সঙ্গতি রেখে এই বিষয়টি নিয়ে আমরা ভারতের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেছি।”

এছাড়া, তিনি ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধও জানিয়েছেন। “আমরা জানিয়ে দিয়েছি, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা আশা করি ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না,” বলেন মো. জসীম উদ্দিন।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশের কর্মকর্তারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা এবং অন্যান্য সমস্যার সমাধান করার আশাবাদ ব্যক্ত করেন।