দেড় কোটি টাকার বেশি স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL)।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়েছে বলে BSCL এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও গানবাংলা টেলিভিশন কর্তৃপক্ষ যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের সংযোগ বন্ধ করা হয়েছে। তবে, স্যাটেলাইট কোম্পানি জানিয়েছে যে, বকেয়া পরিশোধ সাপেক্ষে আবারও সম্প্রচার চালু করা হবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন, “গানবাংলা টেলিভিশনের কাছে ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া রয়েছে। চুক্তি অনুযায়ী, চ্যানেলটি আমাদের কাছ থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে। আমরা তাদের বারবার তাগাদা দিয়েছি, কিন্তু তারা কেবল অল্প কিছু পরিশোধ করেছে। এরকম চলতে থাকলে আমাদের আর সংযোগ চালু রাখা সম্ভব ছিল না, তাই আপাতত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে তাদের প্রতিষ্ঠানে কোনো যোগাযোগ হয়নি। তবে, তাদের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেবের সঙ্গে গতকালও কথা হয়েছে। তাকে আমরা জানিয়ে দিয়েছি যে, এত টাকা বকেয়া থাকার কারণে আমরা আর সংযোগ চালু রাখতে পারছি না।”
এছাড়া, BSCL চ্যানেলটির কাছে বকেয়া পরিশোধের জন্য আলাদা চিঠি পাঠিয়েছে এবং পরিশোধ হলে তারা গানবাংলার সম্প্রচার পুনরায় চালু করবে বলে জানিয়েছে।