ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি আদালতে যাওয়ার পথে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিদেশি মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আইএমএফের তাগাদা তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে বিএনপির কড়া সতর্ক বার্তা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৪ দিন পরে গ্রেফতার প্রেমিক মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস প্রমিতা দেবের মেধা ও সংগ্রামের জয়; পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ

মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

চা- এর রাজধানী মৌলভীবাজার শ্রীমঙ্গলে তাপমাত্রা। সন্ধ্যা নামলেই এখানে ফিরে আসছে শীতের আমেজ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে বাড়ছে শীতের প্রকোপ বাড়ছে। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকে সূর্য। গত দুইদিন দিনের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত ছিল। আর বিকেল হলেই হিমেল হাওয়াও বইতে থাকে। সব মিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে।

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে ১৪ ডিগ্রি থেকে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না। ভোরের দিকে কুয়াশা পড়ে। এ জেলার অধিকাংশ চা শ্রমিক ও দিনমজুর। এ জনপদে গত দুই-তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যের। এতে স্থবির হয়ে পড়েছে এই মৌলভীবাজার জেলার মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কেনার ধুম পড়েছে। নগরীর বিপনী-বিতান থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে চলছে শীতের কাপড় কেনাবেচা। পাইকারি বাজারগুলোতেও একই অবস্থা। প্রতিদিন বিকেল থেকেই গরম কাপড়ের দোকানে ভীড় জমান ক্রেতারা দেখা গেছে।

স্থানীয় বাসীন্দা রাজন বলেন, কয়েকদিন থেকে শীত ও ঠান্ডা অনেক বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ না করলে তো আর সংসার চলবে না।

কৃষক তুষার বলেন, জমিতে শাক সবজিসহ আলু ও সরিষা লাগিয়েছি। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো পড়ছে শিশির। ঠান্ডার কারণে জমিতে যেতে ভয় লাগছে। এভাবে চলতে থাকলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

দিনমজুর মজিদ বলেন, আজ খুব কুয়াশা পড়েছে। ঘুম থেকে উঠেই কাজের জন্য বের হয়েছি। কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের।

শহরের বাসিন্দা মাহফুজ রহমান বলেন, এবার শীত খুব বেশি পড়বে বলে মনে হচ্ছে। কারণ প্রতিদিন সন্ধ্যা নামতেই শীতের প্রকোপ বেড়ে যায় মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। তাই এবার মৌসুমের শুরুতেই শীতের কাপড় কিনতে হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, আজ বুধবার জেলায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা উঠানামা করছে। আগামী আরও দুই একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় ০৬:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চা- এর রাজধানী মৌলভীবাজার শ্রীমঙ্গলে তাপমাত্রা। সন্ধ্যা নামলেই এখানে ফিরে আসছে শীতের আমেজ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে বাড়ছে শীতের প্রকোপ বাড়ছে। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকে সূর্য। গত দুইদিন দিনের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত ছিল। আর বিকেল হলেই হিমেল হাওয়াও বইতে থাকে। সব মিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে।

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মৌলভীবাজারে গত এক সপ্তাহ ধরে ১৪ ডিগ্রি থেকে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছে না। ভোরের দিকে কুয়াশা পড়ে। এ জেলার অধিকাংশ চা শ্রমিক ও দিনমজুর। এ জনপদে গত দুই-তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যের। এতে স্থবির হয়ে পড়েছে এই মৌলভীবাজার জেলার মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কেনার ধুম পড়েছে। নগরীর বিপনী-বিতান থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে চলছে শীতের কাপড় কেনাবেচা। পাইকারি বাজারগুলোতেও একই অবস্থা। প্রতিদিন বিকেল থেকেই গরম কাপড়ের দোকানে ভীড় জমান ক্রেতারা দেখা গেছে।

স্থানীয় বাসীন্দা রাজন বলেন, কয়েকদিন থেকে শীত ও ঠান্ডা অনেক বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ না করলে তো আর সংসার চলবে না।

কৃষক তুষার বলেন, জমিতে শাক সবজিসহ আলু ও সরিষা লাগিয়েছি। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো পড়ছে শিশির। ঠান্ডার কারণে জমিতে যেতে ভয় লাগছে। এভাবে চলতে থাকলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

দিনমজুর মজিদ বলেন, আজ খুব কুয়াশা পড়েছে। ঘুম থেকে উঠেই কাজের জন্য বের হয়েছি। কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের।

শহরের বাসিন্দা মাহফুজ রহমান বলেন, এবার শীত খুব বেশি পড়বে বলে মনে হচ্ছে। কারণ প্রতিদিন সন্ধ্যা নামতেই শীতের প্রকোপ বেড়ে যায় মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। তাই এবার মৌসুমের শুরুতেই শীতের কাপড় কিনতে হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, আজ বুধবার জেলায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা উঠানামা করছে। আগামী আরও দুই একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।