আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “দুদক এবং বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।”
এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন এবং গত ১৬ বছরে সরকারি-বেসরকারি খাতে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। ড. আসিফ নজরুল অভিযোগ করেন যে, দুর্নীতির অভিযোগে দুদক ও উচ্চ আদালত থাকলেও কোন বিচার হয়নি, তবে একমাত্র খালেদা জিয়ার বিচার হয়েছে।
তিনি বলেন, “তিন কোটি টাকা এক জায়গায় রেখেছিল, প্রক্রিয়াগত ভুলের জন্য সেই টাকা কেউ আত্মসাৎ করেনি। ওই টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়ে গেছে, কিন্তু কেউ সেই টাকা স্পর্শ করেনি। তারপরও তিনবারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়েছে।”
এছাড়া, তিনি দাবি করেন যে শেখ হাসিনার পরিবার ছিল দুর্নীতির সাথে যুক্ত এবং তিনি সারাদেশে প্রচার করেছেন যে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তিনি অভিযোগ করেন যে, “এই চোরের মুখের সামনে কেউ কিছু বলতো না।”
আইন উপদেষ্টা আরও বলেন, “দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, তারা কাজের স্বাধীনতা হারিয়েছিল।” তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, এখন আর কোনো তদবির বা হস্তক্ষেপ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।