ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কমলগঞ্জে ২০ দরিদ্র অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোর আইটি পার্ক বিনিয়োগকারীদের ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা মিতা রাণীর পরলোকগমন: সাংবাদিক নেতাদের শোক ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেফতার  মামলা করলেন সারজিস নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মৌলভীবাজারে দেড় কোটি টাকার সিগারেট পোড়ালো বিজিবি “মেয়েদের মন, ব্রেক আপ” নামক পিঠার স্বাদ পাওয়া যাচ্ছে গুরুদয়াল কলেজে ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

কিশোরগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস উদ্দিন জীবন (৬০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।

জানা যায়, ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মো. জুলহাস উদ্দিন জীবনের আপন ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পারিবারিক শত্রুতার জের ধরে আচমকা তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুলহাস উদ্দিন জীবনকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দীর্ঘ তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ (৬ ডিসেম্বর, শুক্রবার) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বর্ণিত ঘটনার পর স্থানীয় জনতা রুবেল মিয়াকে তৎক্ষণাৎ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

এ ঘটনায় জুলহাস উদ্দিন জীবনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস উদ্দিন জীবন (৬০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।

জানা যায়, ৩ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মো. জুলহাস উদ্দিন জীবনের আপন ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পারিবারিক শত্রুতার জের ধরে আচমকা তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুলহাস উদ্দিন জীবনকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দীর্ঘ তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ (৬ ডিসেম্বর, শুক্রবার) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বর্ণিত ঘটনার পর স্থানীয় জনতা রুবেল মিয়াকে তৎক্ষণাৎ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

এ ঘটনায় জুলহাস উদ্দিন জীবনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।