জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাইয়ে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “দেশবাসী জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন মেনে নেবে না। বিএনপিও তা হতে দেবে না।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। খুন, গুম, মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন চালানো হয়েছে। আজও বিএনপি রাজপথে আন্দোলনে সক্রিয় রয়েছে। যতদিন পর্যন্ত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপি রাজপথেই থাকবে।”
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে ছয় বছর বন্দী করে রাখা হয়েছে। তাকে কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হয়েছে। দুই বছর তিনি হাসপাতালে ছিলেন, এরপর তাকে গৃহবন্দী করে রাখা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়, এমনকি তাকে ঝুলিয়ে নির্যাতন করার পর ফেলে দেওয়া হয়েছিল, যাতে তার কোমর ভেঙে যায়। আজও তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন।”
বিএনপি মহাসচিব দাবি করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনেও ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল। এবারও একই পরিকল্পনা চলছে।”
মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি, ড. ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।”
তিনি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”