উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প ( সিটিসিআরপি) এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, জলবায়ু ও দুর্যোগ সহিষ্ণু অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকার ও এডিবি’র আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সারাদেশে ৩টি বিভাগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী নির্বাচিত ২২ টি পৌরসভা কে জলবায়ু ও দুর্যোগ সহিষ্ণু উপকূলীয় শহর হিসেবে শক্তিশালীকরণ সহ দরিদ্র এবং মহিলাদের সুবিধা নিশ্চিত করার লক্ষে জানুয়ারি ২০২৩ খ্রিঃ হতে জুন ২০২৯ খ্রিঃ পর্যন্ত সাড়ে ছয় বছর মেয়াদে বাস্তবায়নাধীন “উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প” (সিটিসিআরপি) এর আওতায় বয়স্ক,মহিলা, শিশু ও অক্ষম মানুষের জন্য ব্যবহার বান্ধব এবং আগাম /পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাসহ ২১ টি স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে প্রবেশ পথ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৩০৯. ৯৮ কিলোমিটার আরসিসি /বিসি সড়ক নির্মাণ, ১৪০.৯৭ কিলোমিটার ড্রেন নির্মাণ/আপগ্রেডেশন, ১০৪৫.৮০মিঃ সেতু/কালভার্ট নির্মাণ, ৪টি বাস টার্মিনাল নির্মাণ, ২১টি মাল্টিপারপাস মার্কেট নির্মাণ, ৪টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অন্যান্য অবকাঠাম ২২টি,পাইলট হিসাবে ৩টি পৌরসভায় নেচারবেজ সল্যুইশন(স্হাপনা)নির্মাণ, ২২টি শহরে বস্তি উন্নয়ন কর্মসূচি ইত্যাদির কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৫৮০ কোটি টাকা;তন্মধ্যে প্রকল্প সাহায্য ২১৫০ কোটি ও জিওবি ৪৩০ কোটি টাকা।প্রকল্পের আওতাধীন পৌরসভার অবকাঠামো উন্নয়ন কাজে কারিগরী সহায়তা প্রদানের ও পৌরসভার ক্যাপাসিটি বৃদ্ধির জন্য পরামর্শক/কন্সালটেন্ট প্রতিষ্ঠান রয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ সড়ক ও ড্রেন নির্মানের কাজ চলমান রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে এবং অভীষ্ট টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে গুণগতমান সম্পন্ন কাজ বাস্তবায়নে কারিগরী কর্মকর্তা ও পরামর্শকবৃন্দ ডিজিটাল প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহার করছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার যোগাযোগ ব্যবস্থা, আর্থ-সামাজিক ও জীবন মানের উন্নয়ন ঘটবে। এশীয় উন্নয়ন ব্যাংক এর প্রতিনিধিবৃন্দ গত ১৮-৩০ জানুয়ারী, ২০২৫ খ্রিঃ উক্ত প্রকল্পের Loan Review Mission পরিচালনা করেন। প্রকল্পের সার্বিক অবস্থা অগ্রগতি ও কম্প্লায়েন্স ইস্যু এর ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংক এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ নির্বাচিত শহরগুলোর জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা শক্তিশালী করতে প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ‘উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের তিনটি বিভাগের ১০টি জেলার ২২টি পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।