দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে বাংলাদেশে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনের মাধ্যমে এই আলু বেনাপোল স্থলবন্দর পৌঁছেছে। পরবর্তীতে শুক্রবার (১৩ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হয়।
বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চালানটি বেনাপোল কাস্টম হাউজ থেকে কাগজপত্র ছাড় করার পর আনলোড করা হয়েছে।” এই আলুগুলো ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি করা হয়েছে, যার মোট ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। চালানটির মোট আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
এলাকা ভিত্তিক বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই উদ্যোগকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।