রাজধানীর মিরপুর ১১ নম্বরে ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বসন্ত ঈদ উৎসব ২০২৫’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে এই মেলার আয়োজন করা হয়েছে।
‘গ্লো উইথ রোদেলা’ (Glow with Rodela) ফেসবুক পেজের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশি ও বিদেশি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলার উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ও মোটিভেশনাল স্পিকার চন্দা মাহজাবিন।
মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এখানে তাদের পণ্য নিয়ে আসছেন। যারা আসছেন:
Khadija Grace (মুন্সিগঞ্জ), Limited Edition (যুক্তরাজ্য), Kolshi, AK Style House, Akota Plastic Limited, Homemade Diet Food, Pinky Boutiques, Classy Touch, যাদুর হাট, Farhana’s Fashion House, Colour বুটিকস, Beauty’s Glow, স্বপ্ন ছোঁয়া বাঙালিয়ানা, Fariya’s Fashion House, Luxury Mart, Heyan Business Centre, Naomi’s Fashion, SA Creation সহ আরও অনেকে।
এই আয়োজন সফল করতে স্পন্সর করেছে Hotel Lodge Residential (কক্সবাজার), M.R Convention Center (বিরুলিয়া, সাভার, ঢাকা) এবং Intimate Fashion Industries Limited।
মেলার সময় ও স্থান:
📅 তারিখ: ১৪ ও ১৫ মার্চ, ২০২৫
🕙 সময়: সকাল ১০টা থেকে রাত ৯টা
📍 স্থান: ঋদ্ধি গ্যালারী (৩য় তলা), প্লট-২, রোড-৯, ব্লক-ডি, মিরপুর-১১ (মেট্রো স্টেশন), পূরবী সিনেমা হলের উল্টো পাশে, ইসলামী ব্যাংক হাসপাতালের পাশের গলি।
মেলায় শপিং করলে ক্রেতারা অংশ নিতে পারবেন র্যাফেল ড্রতে, যেখানে বিজয়ী ব্যক্তি সঙ্গীসহ কক্সবাজারের Hotel Lodge Residential-এ দুইদিন ফ্রি থাকার সুযোগ পাবেন।