বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যা এখনও বহাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় দানা অবস্থান করছে এবং আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালের মধ্যে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে উত্তাল সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা দ্রুত নিরাপদ আশ্রয় নিতে পারে।
উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ২-৩ ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার এবং সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।