বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দেওয়া পূর্বাভাসে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ফলে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানানো হয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং নদী অববাহিকায় কুয়াশার প্রভাব দেখা দিতে পারে। দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে, এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে ২২ মিলিমিটার।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।