মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর প্রভাব এখনও বাংলাদেশে পড়েনি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে শেষের দিকে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
বিগত ২৪ ঘণ্টায় ফেনী ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং বরিশাল, সন্দ্বীপ ও রাজারহাটে হালকা বৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী তিন দিন দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।